প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বকশীগঞ্জ উপজেলা যুবদলের দোয়া মাহফিল

বকশীগঞ্জ প্রতিনিধি আলী মজনু বাবু
দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব-এর আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা হাবিবুল্লাহ হাবিব, মাহবুবুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24